ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

পাপনকে কলকাতা সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে কলকাতা সফরের আমন্ত্রণ জানিয়েছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার আসন্ন টি-টুয়েন্টি সিরিজকে সামনে রেখে এই আমন্ত্রণ পাঠানো হয়েছে।


সম্প্রতি গুঞ্জন ওঠে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিব আল হাসানের দল না পাওয়ার বিষয়ে কথা বলতে কলকাতায় সৌরভ গাঙ্গুলির সঙ্গে বৈঠক করবেন পাপন। ভিত্তিহীন এই খবর দ্রুতই ছড়িয়ে পড়ে। তবে এই ভিত্তিহীন খবর উড়িয়ে দিয়েছে বিসিবি। পাপনের কলকাতা যাওয়ার বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানান, সৌরভের আমন্ত্রণেই কলকাতায় যাচ্ছেন পাপন।


নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘সম্প্রতি সৌরভের একটি আমন্ত্রণপত্র পেয়েছেন বিসিবি সভাপতি। কলকাতায় ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজ উপভোগ করার জন্য এই আমন্ত্রণপত্র পাঠিয়েছেন সৌরভ। তবে বিপিএলে মিরপুরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা চলমান থাকায় এখনও কোনো সিদ্ধান্ত নেননি বিসিবি সভাপতি।’


সুজন জানিয়েছেন, একটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনে বসে দেখার সম্ভাবনা আছে বিসিবি সভাপতির। সেই সঙ্গে সাকিবের ইস্যুতে পাপনের কলকাতা সফরের গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আইপিএল যেহেতু একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, নির্দিষ্ট কোনো ক্রিকেটারের জন্য কোনো ধরনের সহযোগিতা করার কোনো এখতিয়ার নেই বিসিবির। এমনকি বিসিসিআইয়েরও এই এখতিয়ার নেই।’

ads

Our Facebook Page